ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে আমিরুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম দৌলতপুর গ্রামের জবেদ বিশ্বাসের ছেলে।
কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহফুজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে কে বা কারা আমিরুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে গ্রামে কয়েকদিন আগে শাহিনের সাথে ঝামেলা হচ্ছিল। এ কারণে আমিরুল হত্যা হতে পারে। শাহিনকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ