কুমিল্লার মনোহরগঞ্জে আবদুল মজিদ (৬৫) নামক করোনা জয়ী বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে তার মরদেহ দাফন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বিনয়ঘর গ্রামের আবদুল মজিদ ঈদের কয়েকদিন পূর্বে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা ২১ মে তার নমুনা সংগ্রহ করেন। ২৪ মে তার নমুনার রিপোর্ট পজিটিভ আসলে তাকে হোম আইসলোশানে রেখে চিকিৎসা শুরু হয়।
করোনা র্যাপিড টিমের নিবিড় তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে ওঠেন। ৩ জুন ওই বৃদ্ধের দ্বিতীয় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে ৬ জুন তার রিপোর্ট নেগেটিভ আসে। আরও অধিক নিশ্চিত হতে ৯ জুন তৃতীয় নমুনা সংগ্রহ করা হয়। এরই মধ্যে আজ শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে মারা যান।
আবদুল মজিদ মারা যাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী ল্যাবে যোগাযোগ করে তার তৃতীয় নমুনার রিপোর্ট নেগেটিভ বলে জানতে পারেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১১ জুন) বৃদ্ধ আবদুল মজিদকে আমরা সুস্থ ঘোষণা করি। এরই মধ্যে আজ সকালে তার মৃত্যুর খবর জানতে পারি। বাদ জুমআ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়। করোনা সংক্রমণ থেকে রক্ষা তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ