সরকারী নির্দেশ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় চায়ের দোকানসহ শিবচরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এছাড়া চায়ের দোকানে যত্রতত্র টুল সরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত দুদিন ধরে মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজারে ৪ টি দোকান বন্ধ করা হয়েছে। শেখপুর ব্রীজে চটপটি, ফুস্কার দোকানের মালামাল জব্দ করা হয়েছে। ব্রীজের উপর বিকেলে কয়েকশ লোক জমায়েত হয়, প্রতিদিন অভিযান কালে একই চিত্র দেখা যায়, এটি বন্ধ করা হয়েছে। পৌর বাজারে ৮ টি দোকান বন্ধ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে শিবচরের উমেদপুর, কাদিরপুর, কুতুবপুর বাজারে অভিযান করা হয়েছে। এসব এলাকায় রাস্তার পাশের ছোট চায়ের দোকান বন্ধ করা হয়েছে, প্রতিটি চায়ের দোকানে ১০/১৫ জন করে আড্ডা দেয়, যাদের মুখে মাস্ক থাকে না এবং স্বাস্থ্যবিধি মানেন না।
অভিযানকালে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন অপরাধে অর্থদণ্ড দেয়া হয়েছে। সব চায়ের দোকানের সামনের বেঞ্চ, টুল, চোকি অপসারণ করা হয়েছে। অভিযানকালে উপর্যুক্ত এলাকার মেম্বারদের ডেকে এসকল বিয়য়ে কড়াকড়ি আরোপের জন্য বলা হয়েছে এবং তাদেরকে প্রতিদিন রিপোর্ট করতে বলা হয়েছে।
সহকারী কমিশন ভূমি এম, রকিবুল হাসান জানান, গত ৩দিন যাবৎ শিবচরের বিভিন্ন বাজারে বাজারে চায়ের দোকান, বাজার, শেখপুর ব্রীজসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরার অপরাধে বেশ কয়েকটি দোকান বন্ধ রাখা হয়েছে। এছাড়া কয়েকজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ