জয়পুরহাটে সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, নজরুল ইসলাম প্রচন্ড গরমে নিজ বাড়িতে সিলিং ফ্যান মেরামত করছিলেন। এসময় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতা বশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন নজরুল। পরে দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ