বাগেরহাট জেলায় শিশু, নারী ও হাসপাতালের কর্মচারীসহ নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ১৪ জন সুস্থ ও ২ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাটের ২ জন, কচুয়ার ৩ জন, শরণখোলার ৪ জন ও মোংলার একজন রয়েছেন।
আক্রান্তরা হলেন- ফকিরহাট উপজেলার রাশেদুল (১৭), আতিকা (৮)। কচুয়া উপজেলার গজালিয়া এলাকার জাহিদুল ইসলাম মৃধা (৩১), রাড়ীপাড়া এলাকার আল-আমিন (২৮), কচুয়া হাসপাতালের কর্মচারী আবুল কালাম আজাদ (৫১)। মোংলা উপজেলার চৌরডাঙ্গা এলাকার তামান্না (১৬)।
শরণখোলা উপজেলার রফিকুল ইসলামসহ (৪৫) ৪ জন। শরণখোলা উপজেলায় আক্রান্ত অন্য তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ ও কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত