বরিশাল নগরীর রূপাতলীতে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. জিসানকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার দিবাগত রাতে ঝালকাঠি সদরের কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৮।
এর আগে দাবিকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে নগরীর রূপাতলী রাড়ি বাড়ি মসজিদের সামনে অটোরিকশা চালক মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরপরই মূল ঘাতক রাব্বীকে গ্রেফতার করে পুলিশ।
নিহত মামুন মাতুব্বর ওই এলাকার আল-আমিন মৃধার বাড়ি দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। তিনি পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার সোবাহান মাতুব্বরের ছেলে। মামুন পেশায় একজন অটোরিকশা চালক এবং ১ ছেলে ও ১ মেয়ের জনক।
কোতয়ালী থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, মামুন হত্যা মামলায় গ্রেফতারকৃত ২ আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/কালাম