দিনাজপুরের খানসামায় বৃষ্টিতে মাছ ধরার সময় বজ্রপাতে অবিদুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধার দিকে খানসামার আঙ্গারপাড়া ইউপির ছাতিয়ানগড় নিজ বাড়ির পাশে বিল এলাকায় মাছ ধরার সময় প্রচন্ড বৃষ্টির সময় বজ্রপাতে তার মৃত্যু ঘটে।
মৃত অবিদুর রহমান (৩৫) খানসামা উপজেলার আঙ্গার পাড়া ইউপির ছাতিয়ানগড় এলাকার মতিয়ার রহমানের ছেলে।
খানসামার আঙ্গারপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকালে সে বাড়ির পাশের বিল এলাকায় মাছ ধরতে যায়। এসময় প্রচন্ড বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে সে মারা যায়। সন্ধার দিকে তার মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন