দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে ভুটান থেকে পাথর আমদানির মধ্য দিয়ে এই কর্যক্রম শুরু হয়।
এসময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোহাগ চন্দ্রসাহা, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, আমদানি রফাতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমদানি-রফতানি শুরু হওয়ার ফলে বন্দরটিতে চাঞ্চল্য ফিরে এসেছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ সারাদেশের সকল স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। এতে বেকার হয়ে পড়েন ব্যবসায়ী, শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কর্মজীবীরা।
ফলে বেশ কিছু দিন ধরেই তারা স্বাস্থ্যবিধি মেনে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১১ জুন জেলা প্রশাসনের আয়োজনে বন্দর সংশ্লিষ্ট একটি সভায় স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়।
জানা গেছে, এই বন্দর দিয়ে প্রতিদিন ৪ থেকে ৫’শ ট্রাক মালামাল নিয়ে যাতায়াত করলেও করোনা পরিস্থিতির কারণে বর্তমানে ১’শ টি ট্রাক যাতায়াতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রবেশ পথে বিজিবির পরিচালনায় প্রতিটি ট্রাককে সেনিটাইজ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ট্রাক ড্রাইভারদের থার্মাল স্কেনার দিয়ে তাপমাত্রা পরিমাপ করছেন।
দীর্ঘদিন পর আমদানি-রফতানি শুরু হওয়ায় কর্ম চাঞ্চল্য দেখা দিয়েছে বন্দরে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, আমদানি-রফতানি কার্যক্রম শুরু করতে জেলা প্রশাসন ১৩টি স্বাস্থ্যবিধি বিষয়ক শর্তারোপ করেছেন। আমরা সকল শর্ত পালন করেই আমদানি-রফতানি কার্যক্রম শুরু করেছি।
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বন্দর সংশ্লিষ্ট সকলেই সচেষ্ট আছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম