চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা এলাকায় নিজঘরে রোকেয়া বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার রোকেয়া বেগমে মহারাজপুর ইউনিয়নের প‚র্বটিকরা গ্রামের মৃত শুকুর্দির স্ত্রী। ওই বাড়িতে তিনি একা থাকতেন। শুক্রবার রাতের যে কোনো সময় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার এসএই নাজমুল হক জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রোকেয়া বেগমকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে হত্যা করে। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার কারণ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন