করোনাভাইরাসে দেশের অর্থনৈতিক গতি সচল রাখার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাকবিভাগের উদ্যোগে ‘কৃষকবন্ধ’ু ডাক সেবা চালু করা হয়েছে। প্রান্তিক চাষিদের উৎপাদিত পণ্য বিশেষ করে এ জেলার আম বিনামূল্যে ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছে দেয়ার ব্যবস্থা নিয়েছে ডাক বিভাগ। এর পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিনা খরচে আম ঢাকায় গেল।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকবন্ধু ডাক সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যুক্ত হয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, সচিব নূর-উর-রহমান ও ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র। পরে ডাকবিভাগের কাভার্ড ভ্যানে কৃষকদের ৫ টন আম নিয়ে ঢাকার উদ্যোশ্যে যাত্রা করে।
এ সময় উপস্থিত ছিলেন ডাকবিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওয়াহিদ উজ-জামান, ডাক অধিদপ্তরের পরিচালক অসীত কুমার শীল, জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাস এবং আমচাষিরা।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে ডাক বিভাগের কাভার্ড ভ্যানে বিনামূল্যে ঢাকায় আম পরিবহন করতে পারবেন প্রান্তিক কৃষকরা। করোনাভাইরাস মহামারির এই দুর্যোগকালে ডাক বিভাগের ‘কৃষকবন্ধু ডাক সেবা’ এর আওতায় এ যাত্রা শুরু করলো। চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র মাঝারি আমচাষিরা এতে উপকৃত হবেন। এছাড়া সারাবছরই পণ্য বহন করতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/আল আমীন