মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ নতুন করে ৫৭ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫০ জন। আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ জুন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৫ নমুনা নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে আজ ১৭ জনের করোনা পজেটিভ আছে।
এরা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পাচ্চার ইউপি চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ীর ড্রাইভার, শিবচর হাইওয়ে পুলিশের ৭ সদস্যসহ ১৭ জন।
এছাড়াও এছাড়া রাজৈর উপজেলায় ২৩, কালকিনি উপজেলায় ১৬ সদর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫০ জন।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমনের ফলে মাদারীপুরের শিবচর উপজেলা বাংলাদেশে প্রথম লকডাউন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সামনের সারিতে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করে আজ নিজেই আক্রান্ত হয়েছেন। দোয়া করি সে যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠে আবার মানুষের পাশে দাঁড়াতে পারে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ