সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় একটি অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। ঘণ্টাব্যাপী অভিযানে একটি অস্ত্র তৈরির আস্তানা থেকে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ ও কোস্টগার্ড সূত্র অভিযান শেষে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন একটি চক্র সুন্দরবনের মাঝের চর এলাকার দেশীয় পাইপগানসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র তৈরী ও বিক্রি করে আসছে। অভিযানে তাদের তৈরি পাইপগান, পাইপগান তৈরির সামগ্রী, চাপাতি, চাকু, রডসহ দেশীয় অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন