চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। তবে এখন পর্যন্ত ৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন সদর উপজেলার, ২ জন গোমস্তাপুর উপজেলার , ১ জন ভোলাহাট উপজেলার এবং ১ জন শিবগঞ্জ উপজেলার। আক্রান্তদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
তিনি আরও জানান, জেলার ৫ উপজেলা থেকে সংগৃহিত ১৭৪ টি নমুনা পরীক্ষার পর ৬ টি নমুনা পজিটিভ এবং বাকি ১৬৮ টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। সবগুলো নমুনার ফলাফল ঢাকা থেকে এসেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ