বাংলাদেশের রেড জোন হিসেবে যে ৫০টি জেলাকে ঘোষণা দিয়েছে সরকার এর মধ্যে শরীয়তপুর জেলা অন্যতম। তবে রেড জোনের আওতাধীন কোন এলাকা থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি বা এলাকা চিহ্নিত করা হয়নি। এমননকি, কীভাবে বাস্তবায়ন করা হবে এটাও জানে না সাধারন মানুষ।
তবে শরীয়তপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত রোগী এখন ২৯৫ জন।
নতুন আক্রান্ত রোগীদের এলাকা হচ্ছে শরীয়তপুর সদর পৌরসভার ২ জন, আঙ্গারিয়া ইউনিয়নের ১ জন, নড়িয়া ঘড়িষার ইউনিয়নের ২ জন ও পৌরসভার ১ জন, ভেদরগঞ্জ পৌরসভার ৩ জন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৪ জনসহ মোট আক্রান্ত ১৩ জন।
জেলায় মোট সুস্থ হয়েছে ১৩৫ জন। জেলায় মোট এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জন । প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ভর্তি আছে ৪ জন এবং নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৫ জন। এ জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪২৭৬টি, এতে ফলাফল হাতে এসেছে মোট ৩৮৪৭ জনের।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ফোকাল পার্সন ডাঃ আব্দুর রশিদ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ