আশুলিয়ার ঘোষবাগ এলাকায় সুয়ারেজ লাইনের পানিতে পড়ে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর লাইসা (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজীবাড়ী এলাকার ওই সুয়ারেজ লাইনের সাথে সংযুক্ত নয়নজুলি খালের একাংশে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিখোঁজ লাইসা তার বাবা মুদি দোকানি মো. রাকিব ও গার্মেন্টকর্মী মায়ের সাথে স্থানীয় মো. মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার জুসখোলা থানায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, বুধবার দুপুরে ঘোষবাগ কাজীবাড়ী এলাকায় নিজ বাসার সামনে সুয়ারেজ লাইনের সরু ড্রেনের পানিতে পড়ে যায় লাইসা নামে এক শিশু। পরে খবর পেয়ে বুধবার দিনভর বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চালান ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা।
এসময় টঙ্গী ফায়ার সার্ভিসের দুই সদস্যের একটি ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু বৃষ্টি, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে সুয়ারেজ লাইনের ভেতর পানির নিচে শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতে উদ্ধারকাজ স্থগিত ঘোষণা করেন।
এরপর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নিখোঁজ শিশু লাইসার লাশ সুয়ারেজ লাইনের সাথে সংযুক্ত নয়নজুলি খালের একাংশে ভেসে উঠলে তাদের খবর দেয় স্থানীয়রা। পরে নিহত শিশুর লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম