যশোরে করোনাভাইরাস পরীক্ষা শুরু হওয়ার একশ’ দিন পূর্ণ হলো আজ। এই সময়ে জেলায় মোট তিন হাজার ২৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনার মধ্যে আজ পর্যন্ত দুই হাজার ৮৩৫টি নমুনার ফলাফল যশোর স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে প্রথম একশ’ দিনে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮২ জন। আক্রান্তদের মধ্যে ১২০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন। সরকারি হিসেবে জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় সরকারি হিসেবে করোনায় একজনের মৃত্যু হলেও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতজনের দাফন হয়েছে যশোরে। তারা যশোরের বাসিন্দা হলেও অন্য জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এদিকে জেলায় এখন পর্যন্ত যে ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ২২ জন চিকিৎসক, ১২ জন সেবিকা এবং ৬৩ জন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদের কর্মী রয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা) সংসদ সদস্য রণজিত কুমার রায়, তার ছেলে, ছেলের বৌ এবং নাতিও।
এছাড়া গত একশ’ দিনে জেলায় করোনা উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। পরে তাদের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/ফারজানা