নীলফামারীর ডিমলায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার রাতে গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ভুটিয়া মঙ্গল এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ(২২) ও হামিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল(২৪)।
ডিবি ওসি আজমিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা ইয়াবা বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলো। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন