বাগেরহাট মেডিকেল স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খান হত্যার বিচার দাবিতে বাগেরহাটে চিকিৎসকরা রাজপথে আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার সকালে কর্মবিরতি পালন করে সদর হাসপাতালের সামনে বিএমএ, স্বাচিব, সরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার মালিক ও চিকিৎসকরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
দুপুরে মেডিকেল স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী ও পল্লী চিকিৎসকরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে।
বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির, বিএমএর সভাপতি ডা. অরুন চন্দ্র মন্ডল, বিএমএর সাধারণ সম্পাদক ও ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার মালিক এসোসিয়েশেনের সভাপতি ডা. মোশারেফ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তৃতারা, গত ১৬ জুন খুলনায় রোগীর স্বজনদের হাতে নিহত গরিবের ডাক্তার খ্যাত বাগেরহাট মেডিকেল স্কুলের অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খানের হত্যাকাণ্ডে জড়িত সকল ঘাতকদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার