করোনাভাইরাস প্রতিরোধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সেনাবাহিনী ফ্রি স্বাস্থ্যসেবা এবং ত্রাণ বিতরণ করেছে। বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার মকবুলার রহমান সরকারি কলেজ এবং বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজে দিনব্যাপী গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই এই কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নির্দেশনা প্রদান এবং বিনামূল্যে কোভিড- ১৯ পরীক্ষা করা হয়। সেনাবাহিনী জানায় ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ বীর ব্যাটালিয়নের সদস্যরা এই দায়িত্ব পালন করছে। ৪৫ ফিল্ড এ্যম্বুল্যান্স এবং সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন। রোগীদেরকে বিনামূল্যে ওষুধও দেয়া হয়।
এসময় বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনাও সংগ্রহ করা হয়। একই সময় দুস্থ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় লে. কর্নেল হাসমত উল্লাহ খান, ক্যাপ্টেন সামী এবং বিশেষজ্ঞ চিকিৎসকগন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার