উত্তরবঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় আরো নমুনা পরীক্ষার জন্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (হাবিপ্রবি) ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলায় কোভিট ১৯-এর নমুনা পরীক্ষা কেন্দ্র্র খোলার দাবিতে কন্ঠবন্ধন কর্মসূচি পালন করেছে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার উদ্যোগে এ কন্ঠবন্ধন কর্মসূচি পালন করা হয়।
কন্ঠবন্ধন পালনকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হবিবর রহমান, জেলা কমিটির সদস্য রবিউল আউয়াল খোকা, আবুল হোসেন, আমিনুল করিম আমু, মিল আগড়ওয়ালসহ পার্টির সর্বস্তরের কর্মীবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন