চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর মোড়ে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী রতনা খাতুন (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতনা খাতুন একই উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেন রোকনের স্ত্রী।
নিহতের স্বামী ইসমাইল হোসেন জানান, দুপুরে অসুস্থ স্ত্রী রতনা খাতুনকে নিয়ে জীবননগরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে সন্তোষপুর মোড়ে পৌঁছালে অসুস্থ রতনা খাতুন মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এতে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজিদ হাসান তাকে মৃত বলে ঘোষণা করেন। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার