দিনাজপুরের ঘোড়াঘাটে পরিত্যক্ত কুপে (কুয়ায়) পড়ে মতিয়ার রহমান মতি (৩৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের পাশে এ ঘটনাটি ঘটে। ঘোড়াঘাট পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৃত মতিয়ার রহমান মতি (৩৫) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে বৃষ্টির মধ্যে রহমানিয়া হোটেল কর্মচারী মতিয়ার রহমান মতি অন্ধকারে হোটেলের পাশে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত কুপের (কুয়ার) ঢাকনা ভেঙে ভিতরে পড়ে যান। এসময় তার চিৎকার শুনে হোটেলের অন্যান্য কর্মচারীরা পরিত্যক্ত কুপ (কুয়ায়) থেকে মতিকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম