বাগেরহাটের মোরেলগঞ্জ ৩১ বছর বয়সী এক গৃহবধূর করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। উত্তর সুতালড়ী গ্রামের ওই গৃহিনী তার এক আত্মীয়ের সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন থাকার পরে করোনা উপসর্গ নিয়ে বাড়ি ফেরেন। স্থানীয়দের সন্দেহ হলে সোমবার ওই নারীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এ সম্পর্কে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. কামাল হোসেন মুফতি বলেন, ওই গৃহিনীকে পরিবারের সদস্যদের নিকট থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আনার প্রস্তুতি চলছে।
একই সাথে মোরেলগঞ্জের আমতলী বাজারের এক ওষুধ ব্যবসায়ীরও করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহের সময় ঠিকানা লেখা হয়েছে শরণখোলা। অথচ তার ব্যবসা ও বসতি মোরেলগঞ্জের আমতলী গ্রামে। সেখানে এখনো কোন প্রকার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
এ পর্যন্ত মোরেলগঞ্জে ৮২ জনের নমুনা করোনা টেষ্টের জন্য পাঠানো হয়। এর মধ্যে ৭৫ জন নেগেটিভ। পজেটিভ ২। ৬ জনের রিপোর্ট এখনো পওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল