দুস্থ মহিলার ভিজিডির চাল আত্নসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের (৭, ৮ ও ৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসলেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে গত ৮ মে এক দুঃস্থ মহিলার নামে তোলা ভিজিডির এক বস্তা (৩০ কেজি) চাল তার বাড়ি যাওয়ার সময় পুলিশ আটক করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পালকে নিদের্শ দেন। তদন্তে ওই জনপ্রতিনিধি দোষী সাবস্ত হলে মন্ত্রণালয় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার