ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহয়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) নামে সমাজসেবামূলক একটি বেসরকারি সংস্থা।
সংস্থাটির ঠাকুরগাঁওয়ে শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিভিন্ন এলাকার ৪৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সংস্থাটির কেন্দ্রীয় সভাপতি মো. আদনান হোসেনের উদ্যোগে সহযোগী পার্টনার বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ এলাকায় আয়োজিত খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের কুঁড়িগ্রামের উপদেষ্টা ফারুক, ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলুসহ অনেকে।
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন