চাঁদপুর সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টায় উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হন হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০)। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৯টায় মারা যান।
রাত সাড়ে ১১টায় উপসর্গ নিয়ে ভর্তি হন শহরের বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০)। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১২টায় মারা যান।
অপরদিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) বুধবার রাতে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সকালে মৃত ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন তাদের দাফন ও দাহ সম্পন্ন করবে।
বিডি প্রতিদিন/আল আমীন