ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মৌলবীবাজারের শ্রীমঙ্গলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে শহরের চৌমুহনা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে এই আইনে সিরাজুম মুনিরা, দিদার, কিশোর, মোশতাক, কাজলসহ আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই আইনে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া গণবিরোধী স্বৈরাচারী আইন বানানোর সাংবিধানিক ব্যবস্থা বদলানোর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জলি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এড. আবুল হাসান, কবি জাবেদ ভূঁইয়া, সংবাদ কর্মী এসকে দাশ সুমন, হৃদয় শুভ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব।
বিডি প্রতিদিন/হিমেল