রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর নতুনপাড়া গ্রামের জেলেখা বেগম (৩৯) নামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের ইউনুচ শেখের ছেলে মো. বক্কার শেখকে(৪০) গ্রেফতার করছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলেখা বেগম মাঠে ছাগলের ঘাস কাটতে যায়। সকাল সাড়ে ১১টার সময় আসামি মো. বক্কার শেখ সামাদের ধুঞ্জি ক্ষেতের মধ্যে ঘাস কাটা অবস্থায় পিছন থেকে এসে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমার ডাক-চিৎকারে মাঠের লোকজন এগিয়ে আসলে বক্কার শেখ পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আসামিকে নতুনপাড়া গ্রাম থেকে আটক করা হয়। পরে অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের সাপেক্ষে আসামিকে গ্রেফতার দেখানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার