'কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও' শ্লোগান নিয়ে বিভিন্ন দাবিতে দিনাজপুরে কৃষকবন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী এ কৃষকবন্ধন পালন করা হয়।
এসময় বক্তারা, বৈশ্বিক বির্পযয় ও দুর্ভিক্ষ মোকাবেলায় কৃষির বরাদ্দ বৃদ্ধিসহ সকল ফসলের লাভজনক মূল্য নিশ্চিকরণের দাবি জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন কর্মহীন মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে, তখনও ক্ষুদ্র ঋণদানকারি এনজিওগুলো সুদের কিস্তি আদায় করার জন্য ঋণগ্রহীতাদের উপর চাপ দিচ্ছে। তারা এনজিওগুলোর সুদের কিস্তি আদায় বন্ধে ব্যবস্থা নিতেও দাবি করেন। এছাড়াও বক্তারা কৃষককে বাঁচাতে হলে সরাসরি কৃষকের কাছ হতেই ধান ক্রয় এবং দিনাজপুরের টমেটো সংরক্ষনাগার নির্মাণের দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল