কুড়িগ্রামের রৌমারীতে সরকারি ১৪১টি গাছ কাটার অভিযোগে চরশৌলমারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করেছে উপজেলা বনবিভাগ। অভিযুক্ত চেয়ারম্যান হলেন কে এম ফজলুল হক মন্ডল। বুধবার সন্ধ্যায় রৌমারী উপজেলা বনবিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা ইকবাল হোসেন বাদী হয়ে রৌমারী থানায় এ মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মে মাসের দুই সপ্তাহে চরশৌলমারী ইউনিয়নের চরশৌলমারী ক্লিনিক হতে সোনাপুর পর্যন্ত সংযোগ সড়ক ও চরশৌলমারী ব্রিজ হতে ঘুঘুমারী পর্যন্ত সংযোগ সড়কের দুই দফায় ১৩২টি ও ৯টিসহ মোট ১৪১টি ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করেন ইউপি চেয়ারম্যান ফজলুল হক মন্ডল। এসব ছোট বড় গাছের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। পরে বিষয়টি জানাজানি হলে রৌমারী উপজেলা বনবিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা বনবিভাগের কর্মকর্তা ইকবাল হোসেন বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়ে গাছকাটার মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন