নীলফামারীর সৈয়দপুরে করোনা শনাক্তকরণ যন্ত্র পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পূবালী স্কাউটস এর আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা খান বাবু, সাধারণ সম্পাদক এসকে কাইয়ুম, পূবালী স্কাউটসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ লিডার নজরুল ইসলাম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আলো, রাশেদুল ইসলাম জাস্টিস ও সদস্য রাইসুল আরেফিন রিজভী। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।
প্রসঙ্গত নীলফামারী জেলায় আজ পর্যন্ত ২৭১ জনের করোনা শনাক্ত এবং ৬ জন মারা গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল