টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পেট্রল পাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী দক্ষিনপাড়ার শওকত হোসেনর ছেলে আমিনুর রহমান (৩৩), সদরের বাইমহাটি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শাকিল (৩০), বাদশা মিয়ার ছেলে ফজল (৩২) ও উপজেলা গোড়াই নয়াপাড়ার মজিবুর রহমানের ছেলে সাজেদুর ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মির্জাপুর থানার পিএসআই মিজানুর রহমান এসআই মো. হাবিবুর রহমান উকিলের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কের ওই স্থানে আলমগীর হোসেনের বাড়ির উত্তর পাশ থেকে ডাকাতির প্রস্তুুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি দা, রশি, তিনটি লাইট ও চারটি মোবাইল সেট উদ্ধার করে। তারা একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন