৪ জুলাই, ২০২০ ১৬:২১

করোনা উপসর্গ নিয়ে কাহারোলে চা বিক্রেতার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে কাহারোলে চা বিক্রেতার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে দিনাজপুরের কাহারোলের আব্দুল খালেক (৩৫) নামে এক চা বিক্রেতা মারা গেছে। তাকে স্থানীয়রা কবরস্থানে দাফন করতে বাধা দেয়। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের স্বেচ্ছাসেবীরা নামাজের জানাযা শেষে শনিবার দুপুরে দাফন করেছে। 

আব্দুল খালেক গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চা বিক্রেতা আব্দুল খালেক দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের সাগর আলীর ছেলে। কাহারোল সদর বাজারে সে চা বিক্রি করতেন।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, কাহারোলের ওই চা বিক্রেতা আব্দুল খালেক করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর রাতেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনো আসেনি।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর