৪ জুলাই, ২০২০ ২০:১৮

দেশের দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে: শামীম

শরীয়তপুর প্রতিনিধি:

দেশের দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে: শামীম

"দেশের সকল দুর্যোগে একমাত্র আওয়ামী লীগ মানুষের পাশে থাকে, কিন্তু বিএনপি থাকে না। বিএনপি শুধু গর্তের মধ্যে ঢুকে লম্বা লম্বা কথা বলে। দেশের মানুষের দুঃখ তারা বোঝে না। তারা ঘরের মধ্যে নিরাপদে বসে শুধু সরকারের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ একযোগে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।"

শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি এসব কথা বলেন। 

এসময় উপমন্ত্রী শামীম আরও বলেন, "স্বাস্থ্যবিধি মেনে আমাদের প্রকল্পগুলোর কাজ অব্যাহত রেখেছি। আপনারা জানেন, সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধের জরুরি মেরামত কাজ সেনাবাহিনীকে দেয়া হয়েছে, এখন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সেখানে পরিদর্শনে আছেন। আগামীতে সকল বাঁধ সুপার ডাইকের আদলে নির্মাণ হবে যাতে বন্যার পানি দেশের জান-মালের কোন ক্ষতি করতে না পারে। বন্যাঘাতের সকল এলাকায় পানি উন্নয়ন বোর্ড তথা মন্ত্রণালয় জরুরী পদক্ষেপ নিতে তৎপর রয়েছে। বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু রয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খবর রাখছেন।"

এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবীবুর রহমান,  প্রধান প্রকৌশলী তোফায়েল আহমেদ, প্রকল্প পরিচালক আব্দুল হেকিম, নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর