৫ জুলাই, ২০২০ ১১:৪৩

নেত্রকোনায় ব্রিজে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে চালক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ব্রিজে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে চালক নিখোঁজ

নেত্রকোনার মদনে মগড়া নদীর ব্রিজে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে আমিনুর(২৮) নামের এক ট্রলার চালক নিখোঁজ রয়েছেন।

আজ রবিবার সকালে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর কালীবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ আমিনুর মদন পৌরসদরের মনোহরপু গ্রামের মৃত শফর উদ্দিনের ছেলে।

তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইউপি সদস্য মোঃ সোহেল চৌধুরী ও নিখোঁজের স্বজন শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুর তার নিজের বলগেট ট্রলার দিয়ে বালু পরিবহন করে থাকে। অন্যদিনের মতো রবিবার ভোরে বালু আনতে নিজ বাড়ি মনোহরপুর থেকে ফতেপুরের উদ্দ্যেশে রওনা হয়। যাওয়ার পথে মগড়া নদীর ওপর নির্মিত দৌলতপুর কালীবাড়ি সেতুতে পৌঁছালে সেতুর সাথে ধাক্কা লেগে ট্রলার থেকে আমিনুর নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা খুঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় মদন ফায়ার স্টেশনে খবর দেয়।

মদন ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আহমেদুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, ডুবুরি দলকে জানানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর