নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক নাজমুল ইসলাম কুমরুল দাঁইড়পাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় কৌশলে দরজার ছিটকানী খুলে নাজমুল গৃহবধূর ঘরে ঢুকে। এক পর্যায়ে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় বিষয়টি টের পেয়ে গৃহবধূর স্বজনরা ঘরের দরজা আটকে দেন এবং নাজমুলকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে রবিবার সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        