১২ জুলাই, ২০২০ ১৬:৩৮

নারায়ণগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য আটক

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য আটক

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। 

এর আগে ১১ জুলাই দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্মগঞ্জ ডালিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় চোরাইকৃত ৫টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আটকরা হলো- বাবুল (৩০), শরিফুল (২৪) ও একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু (১৬)। 

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, এটি একটি সংঘবদ্ধ চোর চক্র। এই চোর চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকা থেকে অভিনব কৌশলে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে এনে ফতুল্লার ধর্মগঞ্জ ডালিপাড়া বাবুলের গ্যারেজে গোপনে মজুদ করে রাখে। বাবুলের গ্যারেজে মজুদকৃত চোরাই ব্যাটারি চালিত রিকশাগুলো শরিফুলের সহযোগিতায় নারায়ণগঞ্জসহ ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে থাকে। বাবুল এই চক্রের মূলহোতা। তার নিদের্শে এই চক্র তাদের চোরাই কার্যক্রম পরিচালনা করে আসছে। 

আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর