১২ জুলাই, ২০২০ ১৯:৪৭

দিনাজপুরে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

প্রতীকী ছবি

বাড়ির পাশে জমিতে হাটু পানিতে পড়ে দিনাজপুরের বিরামপুরে মো.নাহিয়ান আহম্মেদ লিমন (২) নামের এক শিশু এবং বীরগঞ্জে নদীর পানিতে গোসল করতে নেমে নরেশ ঘোষ (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। 

রবিবার দুপুরে বিরামপুরের কাটলা ইউপির চকানদেব গ্রামে নিজ বাড়ির পাশে নিচু জমির পানিতে ডুবে লিমন এবং বিকাল ৩ টার দিকে বীরগঞ্জের নর্ত নদীতে ডুবে মারা য়ায় নরেশ। 

নিহত শিশু নাহিয়ান আহম্মেদ লিমন (২) বিরামপুরের কাটলা ইউপির চকানদেব গ্রামের মোশারফ হোসেন এর ছেলে। অপরজন নরেশ ঘোষ(৫২)বীরগঞ্জ উপজেলার সাতোর ইউপির ২৫ মাইল নামক এলাকার গোয়ালপাড়ার মৃত লগি ঘোষের ছেলে। 

বিরামপুরের স্থানীয় কাটলা ইউপির চেয়ারম্যান মো. নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে বলেন, ওই গ্রামের মোশারফের বাড়ির পাশে নিচু জমিগুলো টানা বৃষ্টিতে ভরে ওঠে। রবিবার দুপুরে শিশুটির মা বাড়িতে গোসল করছিল। এ সময় শিশুটি বাড়ির উঠানে সামনে খেলা করছিল। গোসল শেষে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর বাড়ির পাশে জমিতে হাটু সমান পানিতে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বীরগঞ্জ থানার এসআই আনিসুর রহমান জানায়, রবিবার বিকাল ৩টার দিকে নর্ত নদীতে গোসল করতে নেমে নরেশ ঘোষ তলিয়ে যায়। তাকে খোজাখুজি করেও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল পৌছানোর পর উদ্ধার অভিযান চালাবে বলে জানান তিনি। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর