চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার রাতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকন্ঠ স্বরূপনগর এলাকার এফএনএফ বেকারিতে ও শেয়ালাকলোনী এলাকার নবাব বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭/৪৩/৫৫ ধারায় এফএনএফ ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা ও নবাব বিস্কুট ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফ্যাক্টরি থেকে জব্দকৃত ৭ হাজার প্যাকেট বিস্কুট, ৪ হাজার পিস ব্রেড, ১ হাজার পিস পঁচা ডিম, ৪ হাজার প্যাকেট মিষ্টি, ৩ হাজার প্যাকেট কেক এবং বিভিন্ন ধরনের ২০ বোতল রং ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ