বরিশাল জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের দু’দিন সদ্য এসএসসি পাস করা স্কুলশিক্ষার্থী মো. সাইফের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফ এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে। সে কিছুদিন আগে স্থানীয় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।
গতকাল শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ওটঢ়া ইউনিয়নের কেশবকাঠী গ্রামের গাজি বাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সাইফ গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। শনিবার স্থানীয়রা জঙ্গলে তার লাশ দেখে পুলিশ খবর দেন। পরে মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠান। স্বজনদের দাবি সাইফকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ