১৩ আগস্ট, ২০২০ ২০:২৯

নোয়াখালীতে হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর

নোয়াখালীর সুধারামের আন্ডারচর ইউপি মেম্বার হোরন হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে আসামি হারুন মোল্লার বাড়িসহ ৫টি বাড়িতে হামলা ভাঙচুর করেছে মৃত হোরন মেম্বারের ছেলে রিয়াদ ইউছুফের নেতৃত্বে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় ৫০/৬০ জনকে আসামি করে বৃহস্পতিবার সুধারাম থানায় দুইটি মামলা হয়েছে। সুধারাম থানার পুলিশ হোরণ মেম্বারের ছেলে রিয়াদ, বকুল মাঝি, হাকিম, শরিফ, শাহিনসহ ৫ জন গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্য মামলার ঘটনায় কারো বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও অগ্নি-সংযোগ করতে পারে না। যারা অগ্নিসংযোগ ও হামলা করেছে আমরা তাদের বিরুদ্ধে দুইটি মামলা নিয়েছি এবং হোরন মেম্বারের ছেলেসহ ৫ জন গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত থাকবে কাউছে ছাড় দেওয়া হবে না।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর