নাটোরের গুরুদাসপুরে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর নেতৃত্বে শনিবার ১৫ আগষ্ট সকাল ৮টায় চাঁচকৈড় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এরপর এক মিনিট নিরবতা পালনসহ সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক ইমরান শাহ, নাটোর জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মোল্লা, ছাত্রলীগ নেতা শেখ সবুজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল