বরিশালের গৌরনদীর বার্থীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে গাছের চারা রোপন এবং চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে শ্রী শ্রী তারা মায়ের মন্দির ট্রাষ্টের উদ্যোগে এই কর্মসূচির উদ্ধোদন করা হয়।
মন্দির ট্রাষ্টের সহ-সভাপতি শান্তনু ঘোষের সভাপতিত্বে চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করেন আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবনের রাজনীতির অন্যতম আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা ও মানবতা। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন।
অনুষ্ঠানে নারায়ন চন্দ্র দে, অমর কৃষ্ণ রায়, প্রনব রঞ্জন দত্ত বাবু, মোহন লাল চক্রবর্তী ও শিশির কুন্ড প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল