জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়া পুরাতন শিল্পকলা একাডেমি হল রুমে স্বেচ্ছায় রক্তদান ইউনিট ও বাংলাদেশ ব্লাড ব্যাংক বগুড়া জেলা শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ফয়সাল রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ।
স্বেচ্ছায় রক্তদান ইউনিটের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সূত্রধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌর আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন শাহিন, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বুলবুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, বাংলাদেশ ব্লাড ব্যাংক বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মীর জুবায়ের হোসেন জয়, শহর শাখার সভাপতি মামুনুর রশিদ মামুন সহ প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ আবু জাফর