বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, সদস্য আব্দুর রাজ্জাক, বিট পুলিশিং অফিসার এসআই রিপন, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন