ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের মো. হামেদ মোল্লা (৫৩) নামের এক পাট ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে একটি ধান ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ। হামেদ মোল্লা মালাঙ্গা গ্রামের মৃত মনু মোল্লার পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের কানাইপুর বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী ও মোল্লা ট্রেডার্স এর কর্নধার হামেদ মোল্লা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে বাজারে যাবার উদ্দেশ্যে বের হয়। এরপর পরিবারের লোকজন রাত ৮টার দিকে তার মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন রাত দুইটা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও হামেদ মোল্লার কোন সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয়রা মৃধা মার্কেটের পেছনের একটি ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে হামেদ মোল্লার স্বজনেরা লাশটি সনাক্ত করেন।
স্থানীয়রা জানান, যে কোন স্থানে হামেদ মোল্লাকে কিটনাশক পান করিয়ে হত্যা করে লাশটি গলায় জামা বেঁধে টেনে এনে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। নিহতের স্বজন সুজন মোল্লা জানান, হামেদ মোল্লার সাথে কারো কোন বিরোধ ছিল না। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মোর্শেদ আলম জানান, ব্যবসায়ী হামেদ মোল্লার খুনের ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল