নাটোররে লালপুর উপজলোয় পদ্মা নদীর র্দুগম চর জাজরিা ও দয়িারশংকরপুর নেতাদের ভোট নেয়ার জন্যি কতি হয়, তাই কয়। এ জীবনে মনে হয় দ্যাখি যাতি পারবো না চর জাজিরার কারেন্টের বাতির আলো আইসে। বকুল এমপির আগেও অনেক মন্ত্রী-এমপি বলছে কাজ হয়নি। এসব সব কথার কথা। এ কথাটা সব সময় নানীপুতিদের বলতেন, শামসু মাঝি (৬৮)।
এক সময় পদ্মা নদীর বুকে উত্তাল ঢেউয়ের সাথে গাজী গাজী বলে বৈঠা চালানো বৃদ্ধ মাঝি স্বপ্নেই ভাবেনি জীবদ্দশায় পদ্মানদীর পানি পেরিয়ে দুর্গমচরে আলো আসবে। বিদ্যুৎ এর আলোয় আলোকিত চর দেখে নাতিপুতিরা শামসু মিয়ার সাথে মশকরা করছিল ।
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর দুর্গম চর জাজিরা ও দিয়ারশংকরপুর বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। নদীর মধ্য দিয়ে খুঁটি পুঁতে লালপুর বিদ্যুৎ উপকেন্দ্র থেকে শনিবার সেখানে ৩৫৪টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা কর্মসূচির অংশ হিসেবে পদ্মার চরের দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহের প্রকল্প হাতে নেওয়া হয়। পৌনে ২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১১ কিলোমিটার সরবরাহ লাইন তৈরি করা হয়। শনিবার দুপুরে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম নৌকায় নদী পার হয়ে চরে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সভাপতি ওয়াশছেক আলী। অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ বোর্ড নাটোরের নির্বাহী প্রকৌশলী সাব্বিউল ফেরদৌস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রশিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন