১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৮

দিনাজপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

দিনাজপুরে রেলওয়ের প্রায় ১ কিলোমিটার দীর্ঘ রেললাইনের দু’পার্শের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের জমি দখলে নেয়। 

উদ্ধারকৃত জমির দুই পাশে নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা হবে বলে জানা যায়।

আজ মঙ্গলবার সকাল ৯ থেকে দুপুর ৩টা পর্যন্ত দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রেললাইনের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। 

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান জানান, লালমনিরহাট রেলের বিভাগীয় ভূমি কর্মকর্তা পুর্নেন্দ্র দেবের নেতৃত্বে দিনাজপুর জেলা কালেক্টরেটের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও জানান, দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত রেললাইনের উভয় পাশে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হবে। এ কারণে গত ১ সেপ্টেম্বর থেকে মাইকিং করে নিজ ব্যবস্থাপনায় অবৈধ দখলদারদের তাদের ঘরবাড়ি এবং অবকাঠামো সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। ফলে অনেকেই তাদের অবৈধ অবকাঠামো ও ঘরবাড়ি আগেই সরিয়ে নেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর