বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবাসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এসময় সৌমিক পরিবহন নামে মাদক বহনকারী যাত্রীবাহী একটি বাস জব্দ করা হয়েছে।
রবিবার বিকেল পৌনে ৪টার দিকে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের এসকেন শেখের ছেলে মো. বাবলু শেখ (৫৫), বসন্তপুর গ্রামের মো. ওয়াজেদ আলী মুন্সির ছেলে মো. কাইয়ুম শেখ (৩০), মো. দুলাল সরদারের ছেলে মো. বকুল সরকার (৪০), ওসমান শেখের ছেলে মো. বেল্লাল শেখ (৩৩), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের ছাবের আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪১), বগুড়া জেলার সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা দক্ষিণপাড়া এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. শফিক মিয়া (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, আটক হওয়া ছয়জনের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন