শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের গুরু দায়িত্ব শিক্ষকদের কাঁধে। আগামী দিনের দেশ গড়ার কারিগরদের দক্ষ ও যোগ্য করে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষকদের আগামী প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ২০২২ সালে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য লেখাপড়া করবে না, তারা যাতে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারে সেই লক্ষ্য সামনে রেখে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদীর শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুচ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহানুর জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ও চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান,
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা সহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষা সচিব মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এদিকে শুক্রবার সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
অনুষ্ঠানে শিক্ষা সচিব সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিতলা নিরসনের আশ্বাস দেন।
সভায় বাসমাশিস আঞ্চলিক কমিটির সহসভাপতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আ. রাজ্জাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন